আইএসএলের ধাঁচেই চলবে আই লিগের ব্র্যান্ডিং

কলকাতা, ৪ নভেম্বরঃ  আইএসএলের ধাঁচেই হতে চলেছে আই লিগের ব্র্যান্ডিং করা হচ্ছে এবার। প্রতিবছর সাধারণত আই লিগের জন্য ৫০ লাখ টাকা খরচ হয়। এবার সেই খরচ বেড়ে ৩ কোটি হচ্ছে।

মোহনবাগান ক্লাবের তরফে এআইএফএফের কাছে প্রস্তাব আসে আইএসএলের জন্য যেমন প্রচার হর, ব্র্যান্ডিংকে আলাদা ভাবে প্রচার করা হয় তেমনই যাতে আই লিগের ক্ষেত্রেও করা হয়। ফেডারেশন বাগানের সেই প্রস্তাব মেনেও নিয়েছে। তাই এবার জোরদার হবে আই লিগের প্রচার।

পাশাপাশি প্রতি বছর আই লিগ লঞ্চিংয়ে শুধু অধিনায়করা থাকেন। এবার যাতে সেই অনুষ্ঠানে কোচরাও থাকেন তার জন্যও মোহনবাগানের তরফে ফেডারেশনকে অনুরোধ করা হয়। সেটাও মেনে নেওয়া হয়েছে। তাই ১১ নভেম্বর আই লিগ লঞ্চিংয়ে এইবছর কোচরাও থাকছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zdHfQV

November 04, 2017 at 04:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top