প্যারিস, ৩০ নভেম্বর- দুর্দান্ত সময় পার করছে নেইমার-কাভানির পিএসজি। আর তারই ধারাবাহিকতায় প্যারিসে বুধবার রাতে তোয়াকে হারিয়ে ফরাসি লিগে শীর্ষস্থান পোক্ত করেছে উনাই এমেরির দল। ঘরের মাঠে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে অনেক এগিয়ে থেকেও গোল করতে পারেনি পিএসজি। আনহেল দি মারিয়া দুইবার গোলের সুযোগ তৈরি করেও গোল তুলে নিতে পারেননি। অবশেষে ডি-বক্সে কাভানিকে জার্সি টেনে ফেলে দেওয়া হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু ৪১তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার কাভানির স্পট-কিক ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক মামাদু সামাসা। এরপর ৬৮তম মিনিটে নেইমারের ফ্রি-কিকও ফিরিয়ে সামাসা। তবে ৭৩তম মিনিটে বল নিয়ে খানিকটা এগিয়ে ডিফেন্ডারদের এড়িয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে পিএসজিকে এগিয়ে নেন বিশ্বের সবচেয়ে দামি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে খেলার ৯০তম মিনিটে বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের নিচু ক্রসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি। অবশেষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-কাভানির পিএসজি। ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্সেই। অলিম্পিক লিও ও বতর্মান চ্যাম্পিয়ন মোনাকোর পয়েন্ট ২৯। এমএ/১০:১০/৩০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ioCLmo
November 30, 2017 at 04:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন