জৈন্তাপুরে পাথর শ্রমিকের লাশ উদ্ধার

সুরমা টাইমস ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে এক পাথর শ্রমিকের লাশ কুয়া থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২নভেম্বর শ্রীপুর পাথর কোয়ারীতে কাজের উদ্দেশ্যে আসে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কালীজুরী গ্রামের আব্দুল হাসিমের ছেলে পাবুল নুর (৩২)। এ সময় সে আসামপাড়া আদর্শগ্রামে বসবাস করে। ২৩শে নভেম্বর রাতে প্রকৃতিক কাজ সারতে ঘর হতে বের হয়ে আর ফিরে যায়নি। পরিবারের অন্যান্য সদস্যরা অনেক স্থানে খোঁজা খুজি করে থাকে না পেয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডয়েরী করে।

এদিকে গতকাল ২৪শে নভেম্বর সন্ধ্যায় আসামপাড়া আদর্শগ্রাম স্কুল সংলগ্ন কুয়া থেকে পানি তোলতে গেলে ১জুড়া জুতা ভাঁসতে দেখে সন্দেহ হয়। তাৎক্ষনিক ভাবে ঘটনাটি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে জুতার সূত্র ধরে নিখোঁজ শ্রামিকের লাশ উদ্ধারের জন্য জৈন্তাপুর ফায়ার সর্ভিস ষ্টেশনে খরব দেয়। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে প্রায় ৬৫ফুট গভীর কুয়া সেচ দিয়ে রাত সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য নিহতের লাশ সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির জানান, খবর পেয়ে আমরা সকল ধরনের প্রস্ততি গ্রহন করে লাশ উদ্ধার করি। সুরতহাল রির্পোট তৈরী করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি নিছক দূর্ঘটনা। থানায় ইউডি মামলা করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zmwgUu

November 25, 2017 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top