ব্যাকপ্যাক দিয়ে প্রবাসীদের বিনামূল্যে স্বদেশ যাত্রা!

কুমিল্লার বার্তা ডেস্ক ● বিশ্বের বিভিন্ন দেশে বাস করছেন প্রায় ১ কোটি ৩২ লাখ প্রবাসী। দেশে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে তারা সারা বছর পরিশ্রম করছেন। একই সাথে দেশের জন্য পাঠাচ্ছেন বিপুল পরিমানের রেমিটেন্স। কিন্তু আমাদের সমৃদ্ধ অর্থনীতির অন্যতম এই কারিগরদের জন্য আমাদের অবদান কতটুকু? অনেক সময়ই প্রবাসের শত ব্যস্ততার মাঝে থেকে পাওয়া ছুটিতে অর্থনৈতিক সমস্যার কারণে দেশে প্রিয়জনদের কাছে আসতে পারছেন না অনেক প্রবাসী।

জরুরি কোন প্রয়োজনে হঠাৎ করে দেশে যাওয়ার প্রয়োজন হলে অনেক সময়ই অর্থএকটি বিরাট বাধার কারণ হয়ে দাঁড়ায়। আর এ থেকে রেহাই দিতে প্রবাসীদের মাঝে সুখবর বয়ে এনেছেন বাংলাদেশের দুই তরুণ উদ্ভাবকের আবিষ্কৃত ট্রাভেলার এ্যাপ “ব্যাকপ্যাক” । এই এ্যাপ প্রবাসীদের বিনা অর্থে দেশে যাবার সহজ সমাধানসহ অতিরিক্ত অর্থ আয়ের সুবিধা দেবে।

বাংলাদেশের নটরডেম কলেজে পড়াশোনা করা দুই বন্ধু ফাহিম মাসউদ আজিজ এবং সাকিব সৌর মিলে শুরু করেছেন “ব্যাকপ্যাক “। আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৪ সালে। এরই মধ্যে ব্যাপক সাড়া পাওয়া এই কোম্পানির অর্থায়নে রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াই কমবিনেটর। টেক স্টার্ট-আপ কোম্পানি ব্যাকপ্যাকের সাথে ট্রাভেলিং এর পুরো প্রক্রিয়াটি খুবই যত্ন নিয়ে করা হয়েছে যা কিনা একজন ট্রাভেলারের জন্য সন্তোষজনক।

এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ট্রাভেলার প্রতি ট্রিপে কমপক্ষে ৩০০ মার্কিন ডলার থেকে শুরু করে ৯০০ মার্কিন ডলার পর্যন্ত অর্থ উপার্জন করতে পারবেন।

তবে অর্থের পরিমাণ নির্ভর করবে ট্রাভেলারের লাগেজে কতটুকু খালি জায়গা আছে তার উপর। একজন ট্রাভেলার যদি তার হ্যান্ডব্যাগ এবং ক্যারি অন ছাড়া বাকি সব লাগেজে ব্যাকপ্যাকের জিনিস নেয় তবে তা থেকে ট্রাভেলার যা আয় করবে অধিকাংশ সময়েই তা আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়া-আসার টিকেটের মুল্যের সমান বা কাছাকাছি।

ব্যাকপ্যাকের এই সুবিধাটি নেয়ার জন্য ট্রাভেলারকে ব্যাকপ্যাক সাইন আপ করতে হবে http://ift.tt/2h2BnFm or call+1 650 319 8816 এবং বাংলাদেশে যেতে হবে এই বাড়তি অর্থ পাবার আশায় । উন্নত প্রযুক্তি ও ডিজাইন এবং এক দল দক্ষ সাপোর্ট স্টাফ এর মাধ্যমে ব্যাকপ্যাকের পুরো প্রক্রিয়াটি পরিচালিত, যা কিনা ট্রাভেলারদের বাংলাদেশে বেড়াতে আসাকে করে দিয়েছে অত্যন্ত সহজলভ্য।

এখন পর্যন্ত প্রায় ৫০০ জন ট্রাভেলার ব্যাকপ্যাকের সাথে আমেরিকা থেকে বাংলাদেশে ট্রাভেল করেছে এবং এই সংখ্যাটি দিন দিন প্রবাসীদের মাঝে বেড়েই চলেছে। ব্যাকপ্যাকের মুল আইডিয়াটি খুবই সাধারন।

ব্যাকপ্যাকের বাংলাদেশি ক্রেতা যারা ওয়েব সাইটের মাধ্যমে আমেরিকা থেকে বিভিন্ন পণ্য কিনেছেন তাদের সেই পণ্যটি বাংলাদেশে পৌঁছে দেবার জন্য ট্রাভেলারদের লাগেজের স্পেস ভাড়া করছে প্রতিষ্ঠানটি । প্রত্যেকটি পণ্য ট্রাভেলারের বাসায় পৌঁছে দেয়া হয় এবং ট্রাভেলার নিজে পণ্যগুলো তার লাগেজে করে বাংলাদেশে নিয়ে আসেন । কোন পণ্য ট্রাভেলার নিতে না চাইলে সেটা তারা ফেরতও পাঠাতে পারেন ।

এই সার্ভিসটি যারা একাধিকবার নিচ্ছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। আর এটি ব্যবহার করে অনেক প্রবাসী নিজেদের কাজের সুবিধা অনুযায়ী বছরে ৪/৫বার দেশে যাতায়ত করতে পারছেন । এরই মধ্যেই আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এই ব্যাকপ্যাক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ।

প্রবাসীদের মাঝে এটাকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে গত ১৭ই অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকার ‘ ভেন্টেজ কারী ‘রেস্টুরেন্ট এ একটি ডিনার পার্টির আয়োজন করা হয় । সেখানে উপস্থিত প্রবাসীদের কাছে ব্যাকপ্যাকের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন নিউইয়র্কে ব্যাকপ্যাকের দায়িত্বে থাকা সাকিফ ইসলাম।

ব্যাকপ্যাকের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে এর অন্যতম প্রতিষ্ঠাতা ফাহিম মাসুউদ আজিজ বলেন, ‘আমেরিকার পাশাপাশি খুব দ্রুতই আমরা অন্যান্য দেশে অবস্থিত বাংলাদেশিদের জন্য ব্যাকপ্যাকের এই সুবিধাটি চালু করতে যাচ্ছি। এর ফলে বিভিন্ন দেশের প্রবাসীরাও সহজেই দেশে যাতায়ত করতে পারবেন । আমাদের মুল লক্ষ্য বাংলাদেশে বিদেশি পণ্য পেতে এবং প্রবাসী বাংলাদেশিদের দেশে যাতায়তের জন্য যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করা’।

The post ব্যাকপ্যাক দিয়ে প্রবাসীদের বিনামূল্যে স্বদেশ যাত্রা! appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2h22Gjt

November 01, 2017 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top