ইউরোপিয়ান লিগে সর্বাধিক গোল করে সোনার বুট জয় করলেন মেসি

বার্সেলোনা, ২৫ নভেম্বরঃ রোনাল্ডকে ধরে ফেললেন মেসি। ৪ নম্বর সোনার বুটটি জয় করলেন লিওলেন মেসি। গত মরশুমে ইউরোপিয়ান লিগে সর্বাধিক গোল করার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হল। ইতিপূর্বে, সর্বাধিক সোনার বুট জয় করার তালিকায় শীর্ষে ছিলেন রোনাল্ডো। এবার তাঁর পাশে এসে বসলেন মেসিও।

প্রসঙ্গত, স্প্যানিশ লিগে মেসি মোট ৩৭টি গোল করেছেন। তাঁর ঠিক পরেই রয়েছেন ডাচ স্ট্রাইকার বাস ডস্ট। তিনি স্পোর্টিং লিসবন দলের হয়ে পর্তুগিজ লিগে ৩৪টি গোল করেছেন। ইউরোপিয়ান লিগে বার্সেলোনার এই ফরোয়ার্ড ২০০৯-১০ মরশুমে ৩৪টি, ২০১১-১২ মরশুমে ৫০টি এবং ২০১২-১৩ মরশুমে ৪৬টি গোল করেন।

মেসির হাতে এই পুরস্কার তুলে দেন তাঁরই দলের সতীর্থ লুই সুয়ারেজ। ২০১৫-১৬ মরশুমে ৪০টি গোল করে এই খেতাব জয় করেন সুয়ারেজ। অনুষ্ঠানে দেখা যায় আন্দ্রে ইনিয়েস্তা এবং সার্জিও বাসকোয়েটসকে। মেসি এই পুরস্কার গ্রহণের পর সবার আগে দলের সতীর্থদের ধন্যবাদ জানান। তাঁর মতে, সতীর্থরা না থাকলে, তিনি এই গোল করার সুযোগ পেতেন না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jl8S2V

November 25, 2017 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top