কলকাতা, ২৭ নভেম্বরঃ বলিউডের পর এবার ‘পদ্মাবতী’র পাশে থেকে ব্ল্যাকআউটে সামিল হল টলিউড। সোমবার এক সাংবাদিক সম্মেলনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক গৌতম ঘোষ জানান, মঙ্গলবার টালিগঞ্জের সমস্ত স্টুডিওতে দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালিত হবে। সেইসময়ে সমস্ত কাজ বন্ধ থাকবে।
‘পদ্মাবতী’ ছবির মুক্তি রুখতে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে তার কড়া নিন্দা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিকে, পরিচালক গৌতম ঘোষ বলেন, ‘ছবি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড। আর বোর্ডের সিদ্ধান্তে আপত্তি থাকলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়া যেতে পারে। তবে সম্প্রতি একটি ছবিকে ঘিরে দেশজুড়ে যে সব ঘটনা ঘটে চলছে তা অত্যন্ত দুঃখজনক।’
গত রবিবার ‘পদ্মাবতী’র পাশে দাঁড়িয়ে ব্ল্যাকআউট করে প্রতিবাদ জানায় মুম্বই ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি। এদিকে সঞ্জয়লীলা বনশালির সিনেমাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ‘পদ্মাবতী’ ছবি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গত ২০ নভেম্বর টুইটও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i7Qnm0
November 27, 2017 at 07:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন