১ ডিসেম্বর থেকে মোবাইলের সঙ্গে আধার লিংক করতে লাগবে না আঙুলের ছাপ

নয়াদিল্লি, ৩ নভেম্বরঃ নিজের বাড়িতে বসেই ইউআইডি বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরের সঙ্গে যোগ করা যাবে মোবাইল নম্বর বা সিম। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম। এবিষয়ে ইউআইডিএআই-এর তরফে টুইটারে একটি ঘোষণাও করা হয়েছে।

তবে আঙুলের ছাপ স্ক্যান করবেন কিভাবে? এরও সমাধান আছে। টুইটারে ইউআইডিএআই-এর ওই পোস্টটিতে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিংক করতে প্রয়োজন হবেনা আঙুলের ছাপের। ব্যবহারকারীর শুধুমাত্র মোবাইলে যে ওটিপি আসবে তার সাহায্যেই মোবাইল-আধার লিংক করতে পারবে।

পুরো প্রক্রিয়াটি আরও সহজ করতে সম্প্রতি টেলিকম মন্ত্রক তিনটি পৃথক প্রক্রিয়া চালু করেছে। অ্যাপ-নির্ভর, ওটিপি নির্ভর এবং তিন নম্বরটি আইভিআরএস সম্পন্ন। তবে আগামী দিনে নিজের মোবাইলের সঙ্গে আধার যোগ করতে ব্যবহারকারীরা আরও বেশ কয়েকটি অপশন পাবেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2h8t23f

November 03, 2017 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top