নগরীর সৈনিক ক্লাবে পুলিশের চিরুনী অভিযান,২৩ জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে নগরীর লামাবাজারস্থ সরষপুর গলির ভেতর অবস্থিত সৈনিক ক্লাবে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়ীকে আটক করেছে মহানগর পুলিশ।

আজ বুধবার(২৯শে নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের একটি দল প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়- নগরীর স্টেডিয়াম সংলগ্ন সরষপুর এলাকায় সৈনিক ক্লাবের কার্যালয়ে জুয়ার আসরে সন্ধ্যায় অভিযান শুরু করে পুলিশ।

এ সময় সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ দল পুরো ক্লাব ঘিরে ফেলে।

তারা এ সময় প্রধান ফটক দিয়ে ভেতরে চিরুনী অভিযান শুরু করে। এ সময় তারা ক্লাবের ভেতর থেকে ২৩ জুয়াড়ীকে আটক করে। আটককৃতদের মধ্যে সৈনিক ক্লাবের সাধারন সম্পাদক মহসিন মিয়াও রয়েছেন।

এছাড়া জুয়ার বোর্ড পরিচালনাকারী ফিরোজকেও আটক করা হয়েছে। এ সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামাদীও উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্য রয়েছে মোবাইল ৬টি, তাস ১২ বান্ডিল সহ আরও জিনিসপত্র।

সন্ধ্যা সোয়া ৭টায় অভিযান সমাপ্ত করে পুলিশের ডিসি ফয়সল মাহমুদ সাংবাদিকদের বলেন- জুয়া খেলার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ক্লাবের সেক্রেটারী মহসিন মিয়াও রয়েছেন। তিনি বলেন- গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ijajCw

November 29, 2017 at 10:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top