বিশ্বনাথে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালী

SAMSUNG DIGITAL CAMERA

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: ‘দ্রুত সময়ে, কম খরছে ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে আসেন, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রাম আদালত সম্পর্কে সচেনতা বৃদ্ধির লক্ষে বিশ্বনাথ সদর ও রামপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রামপাশা ও দুপুরে বিশ্বনাথ সদর ইউপির উদ্যোগে অনুষ্ঠিত র্যালী ইউনিয়নগুলোর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।
র্যালীগুলো উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, রামাপাশা ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, সচিব বিজিত সরকার, বিশ্বনাথ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ব্লাস্টের কো-অডিনেটর গীতা রাণী মোদক, ইউপি মেম্বার শামীম আহমদ, আবুল কাশেম, আবুল খয়ের, লাকী বেগম, মিনা বেগম, করিমুন নেছা, প্রবীন সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আবদুস সালাম, দশঘর-নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলি উল্লাহ, ব্যাংকার শংকর দেব, রাজনীতিবীদ বশারত আলী বাচা, বেলাল রাজা, ব্যবসায়ী বাদল বৈদ্য, আবদুল মুকিদ, সংগঠক রাসেল আহমদ, আরকুম শাহ, উপজেলার গ্রাম আদালত সহকারী মাজহারুল ইসলাম, রঞ্জিত মালাকার, আবদুল কাদির সুমন, নূরজাহান বেগম, আলেয়া বেগম, রাবিনা বেগম, কুলসুমা বেগম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2An8tEU

November 06, 2017 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top