বেঙ্গালুরু, ২৩ নভেম্বরঃ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন দুর্ঘটনাগ্রস্ত দুই বাইক আরোহী। রাস্তার পাশে দুই যুবককে যন্ত্রণায় কাতরাতে দেখেও সাহায্যের জন্য এগিয়ে এলেন না কোনো পথচারী। উপরন্তু আহতদের ভিডিও তুলতে বেশি ব্যস্ত তারা। পথচারীদের নিষ্ঠুর উদাসীনতার মাশুল গুনল এই দুই যুবক। রাস্তাতেই পড়ে থেকে মারা গেল তারা।
ঘটনাটি কর্ণাটকের কোলারা জেলার। একটি পালসার বাইককে ধাক্কা মারে সুইফট গাড়ি। গাড়ির ধাক্কায় বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যায় রাস্তায়। এরপর দ্রুতবেগে পালিয়ে যায় গাড়িটি। এদিকে গাড়ির ধাক্কায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বাইক চালক ১৯ বছরের জর্জের। পেছনে বসা শ্রীকান্ত গুরুতর চোট পায় মাথায়। প্রায় ৩০ মিনিট রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল শ্রীকান্ত। ঘটনাস্থলের সামনে দিয়ে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। কিন্তু যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ততক্ষণে মৃত্যু হয়েছে তার। দুর্ঘটনার ছবি মিলেছে সিসিটিভি ফুটেজে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zfqYKk
November 23, 2017 at 08:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন