উইম্বলডনে মুখ্যমন্ত্রী, ভগিনী নিবেদিতার সম্মানে ‘ব্লু প্লাক’ উদবোধন

লন্ডন, ১২ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আজ ঐতিহ্যবাহী ‘ব্লু প্লাক’ উদবোধন হবে উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে। ভগিনী নিবেদিতার কর্মকাণ্ডকে স্বীকৃতি দানের অনুষ্ঠানে ইংলিশ হেরিটেজের তরফে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রামকৃষ্ণ মিশনের তরফেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিবেদিতার ১৫০তম জন্মবার্ষিকীতে রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ উইম্বলডনে ২১ হাই স্ট্রিটের বাড়িতে ঐতিহ্যবাহী ‘ব্লু প্লাক’ স্বীকৃতি প্রদান করা হবে। মমতার হাত ধরেই সেই ফলক উন্মোচন হবে। সেখানে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সহ অধ্যক্ষ স্বামী সুহিতানন্দ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ySj5yp

November 12, 2017 at 12:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top