যুব দিবসে সিলেট কল্যাণ সংস্থার বর্ণাঢ্য যুব শোভাযাত্রা

সিলেট কল্যাণ সংস্থার আয়োজনে সিলেট বিভাগের আত্মকর্মী, যুব সংগঠক ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগিতায় ও প্রচারে আজ ১লা নভেম্বর বুধবার “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০১৭ উদযাপন করা হয়।

জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষ্যে ১ম পর্বে সকাল ৮টায় ক্বীনব্রীজ (উত্তর) সংলগ্ন আলী আমজদের ঘড়ির পার্শ্বে যুব গণজমায়েত, সকাল ১০টায় দিনব্যাপী কর্মসূচী উদ্বোধন, বেলা সাড়ে ১০টায় ক্বীনব্রীজের উত্তর পার্শ্ব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী।

পরে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ’র শহীদ সোলেমান হলে ২য় পর্বে আলোচনা সভা এবং যুব সংগঠক ও আত্মকর্মী সৃষ্টিতে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী সিলেট বিভাগের গুণীজন, যুব আত্মকর্মী, যুব সংগঠক ও যুব সংগঠনদের মধ্যে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ২য় পর্বের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের মাননীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন খান অ্যাডভোকেট।

১ম পর্বের দিনব্যাপী কর্মসুচী উদ্বোধন শেষে সিলেট সিটি কর্পোরেশন’র মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য যুব শোভাযাত্রা সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে গিয়ে সমাপ্ত হয়। ১ম পর্বের দিনব্যাপী কর্মসুচী উদ্বোধন শেষে সিলেট সিটি কর্পোরেশন’র মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জাতীয় যুব দিবস’র যথার্থ মর্মার্থ যুবদের মধ্যে পৌঁছে দিতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে গ্রহণকৃত তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে যুবদেরকে হতে হবে স্বাবলম্বী। যুবরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হলে তাদের মাধ্যমে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। তাই সর্বস্তরের যুবরা সরকারী ও বেসরকারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে আত্মনির্ভরশীল হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে একজন দক্ষ ব্যক্তিত্বশীল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা প্রয়োজন।

তিনি আরো বলেন, যুবদের কার্যক্রমকে স্বনির্ভর ও গতিশীল করতে সব ধরণের অনৈতিকতা থেকে যুব সমাজকে বেরিয়ে আসতে হবে। তাতেই দেশ হবে সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় যুব গণজমায়েতে সংস্থা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিলেট বিভাগের যুব সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থা’র সংস্থা পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে কামাল হোসেন, সংস্থা পরিচালনা কমিটির সদস্য গাজী আলমগীর হোসাইন, হুমায়ূন রশীদ চৌধুরী, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক ও শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির লাইফ মেম্বার সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতি’র সহ সাধারণ সম্পাদক মোঃ রূপন খাঁন, অর্থ বিষয়ক সম্পাদক এ. এইচ আজাদ, মৃত্তিকা ছাত্র ফোরাম’র সভাপতি ফখরুল আল হাদী, সিটি সুপার মার্কেট’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান,

ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতি’র সদস্য এম কামাল আহমদ, নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার সভাপতি এম. বাবর লস্কর, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র বিভাগীয় পরিচালক মোঃ মখলিছুর রহমান, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন’র সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্জ মুখতার আহমদ তালুকদার, পাঠক সংগঠন শৈলী’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুন নুর, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদ, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক চন্দন দে।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও যুব সংগঠকদের মধ্য থেকে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মিজানুর রহমান মিজান, শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেইন, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ লুৎফুর রহমান, বিজিত চন্দ, মেহেদী হাসান, ফটোগ্রাফার মোঃ সুয়েজ হোসেন, যুব নেতা মোঃ মিজানুর রহমান রুমন, সুনামগঞ্জের যুব নেতা হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ মতিউর রহমান হাসান, মোঃ আনোয়ার হোসেন, সৈয়দ আব্দুর রব হুসাইন শিহাব,

মোঃ নাজমুল ইসলাম মিটু, মোঃ ফয়জুন নূর, সৈয়দ ফাহিম হোসেন, ইসমত ইবনে ইসহাক, মোছাব্বি আহমদ মিলন, মোঃ সানোয়ার হোসেন, যুব নেতা মোঃ আশিক আহমদ, মোঃ আব্দুল মুকিত, আরাফাত হোসেন সোহাগ, জাছাদ আহমেদ, মাহফুল আল গালিব, যুব নেতা মোঃ আব্দুশ শহিদ, অলি রাহমান, আল আমিন টুটুল, নাজমুল হোসেন ইমন, মোঃ নাজমুল হুসাইন, মোঃ মকবুল চৌধুরী, মোঃ খালিক নুর, মোঃ ইকবাল হোসেন, ইয়ামন আহমদ ইমন, শাহ সিদ্দিকী, ফিরোজ আহমদ,

শাহ মোঃ লোকমান আলী, মোঃ সাবেল আহমদ, মোঃ কামিল হোসেন, সুলাইমান আহমদ সুহেল, এম. শামীম আহমেদ, কৃতিশ তালুকদার, মোঃ সুমন আহমদ সুমিম, কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ ও মাওলানা আব্দুর রহমান সাজু। সিলেট কল্যাণ সংস্থা আয়োজিত ১ম পর্বের বর্ণাঢ্য যুব শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক যুববৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2huLaRP

November 01, 2017 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top