সাতদিনে চাদরের সং সাত, মুখ্যমন্ত্রীর নির্দেশ রাজ্যের হাসপাতালগুলিকে

রায়গঞ্জ, ৭ নভেম্বরঃ সমস্ত সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বেডে সাত দিনে সাতটি রংয়ের চাদর দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই নির্দেশ অনুযায়ী উত্তরদিনাজপুর জেলাতে চলতি সপ্তাহ থেকেই এই প্রকল্প চালু করার উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, সোমবার গোলাপি, মঙ্গলবার নীল, বুধবার বাদামি, বৃহস্পতিবার সবুজ, শুক্রবার সাদা, শনিবার আকাশী, এবং রবিবার হলুদ রংয়ের চাদর দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শুধুমাত্র সাদা এবং সবুজ রংয়েরই চাদর পাতা হত। ফলে চাদর ধোয়া না হলে সংক্রমনের ভয় থাকত। এখন থেকে আর তা হবে না। রায়গঞ্জ জেলা হাসপাতাল ও ইসলামপুর হাসপাতালে চলতি সপ্তাহের শুক্রবার থেকেই রঙিন চাদর পাতার কাজ শুরু হবে জেলা বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে। পাশাপাশি আগামীতে আরও চাদর পেলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সহ জেলা সমস্ত  ব্লক ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই রঙিন চাদর দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা। তিনি বলেন, রায়গঞ্জ জেলা হাসপাতাল ও ইসলামপুর মহকুমা হাসপাতালে ২১০০ চাদর বন্টন করা হয়েছে। ধাপে ধাপে এই জেলার সব হাসপাতাল, ব্লক স্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চাদর বিলি করা হবে। তিনি আরও বলেন, এটা মুখ্যমন্ত্রীর প্রকল্প। গোটা রাজ্য জুড়ে চলবে এটা। আগামীকাল এনিয়ে হবে বৈঠক।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yFtXzs

November 07, 2017 at 09:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top