নিজস্ব প্রতিনিধি:: ছাতকে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও তার বাস ভবনে প্রি-পেইড মিটার স্থাপন করে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধনী আনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস, ছাতকের সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া সুলতানা, ছাতক থানার ওসি আতিকুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাতকের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল হক, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, বিদ্যুতের সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, মাওলানা নুরুল হক, মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hoOKQs
November 10, 2017 at 03:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন