নতুন ৫০-র নোট চিনতে পারছেন না দৃষ্টিহীনরা

নয়াদিল্লি, ৪ নভেম্বরঃ গত ১৮ আগস্ট রিজার্ভ ব্যাংককে ইস্যু করা নতুন ৫০ টাকার নোটে কোনও রকম শনাক্তকরণ চিহ্ন নেই। ফলে নোট চিনতে পারছেন না দৃষ্টিহীন ব্যক্তিরা। শনিবার দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি গীতা মিত্তল এবং বিচারপতি সি হরি শঙ্কর এ ব্যাপারে আরবিআই এবং কেন্দ্রকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিষয়টি জনস্বার্থ সম্পর্কিত এবং দৃষ্টিহীন ব্যক্তিদের অধিকার এ ক্ষেত্রে দেখা হয়নি। আরবিআই এবং কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরজন্য রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রের জবাবদিহি চেয়ে ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর।

প্রত্যেকটি নোট শনাক্ত করার জন্য রিজার্ভ ব্যাংক আলাদা করে চিহ্ন রাখে। যাতে দৃষ্টিহীনরা নোটগুলো শুধুমাত্র স্পর্শ করে চিনতে পারেন। যেমন, পুরোনো ৫০ টাকার নোটে একটি বর্গক্ষেত্র রয়েছে। তবে নতুন ৫০ টাকার নোটে এ ধরনের কোনও চিহ্ন রাখা হয়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iuIenQ

November 04, 2017 at 10:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top