আগামীকাল সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

সুরমা টাইমস ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল (বৃহস্পতিবার) সারাদেশের জেলা শহরে এবং আগামী শনিবার ঢাকা মহনগরীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার সময় গত শনিবার ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ঢাকায় ফেরার পথে গতকাল মঙ্গলবারও (৩১শে অক্টোবর) হামলার শিকার হয় খালেদা জিয়ার বহর। ওই হামলার প্রতিবাদে এ কর্মসূচি দিলো বিএনপি।

এ ছাড়া আজ একই ঘটনার প্রতিবাদে নগরীতে ও রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2h0XUm3

November 01, 2017 at 07:08PM
01 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top