পাকিস্তানি সেনার গুলিতে নিহত বহরমপুরের তপন মন্ডল

মুর্শিদাবাদ, ৩ নভেম্বরঃ পাকিস্তানি সেনার গুলিতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ান তপন মন্ডল (২৬) বহরমপুর থানার সাটুই ভগবান বাটি এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ বাড়িতে শেষ ফোনে কথা হয়। এরপর  বেলা ১১ টা নাগাদ কাশ্মীরের সাম্বা বর্ডার এলাকায় হঠাৎ গুলি চালাতে শুরু করে পাকিস্তানী সেনা। পাল্টা জবার দেয় ভারতীয় সেনাও। এরপর গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন তিনি। কাঁধে গুলি লেগে সেখানেই মৃত্যু হয় তাঁর। দুপুরে বাড়িতে ফোন করে জানানো হয় দুঃসংবাদ।

বছর ছয়েক আগে বিএসএফ-এ চাকরিতে যোগ দেয় তপন। পুজোর ছুটিতে বাড়ি এসে ভাইফোঁটার পরের দিন পুনরায় চলে যায় কর্মস্থলে। বিয়ের পর এই প্রথমবার পরিবারের সঙ্গে পুজো খুব আনন্দে কাটায় সে। ছুটি পেলেই আবার বাড়ি আসবে বললেও কথা রাখা হলনা তপনের। বৃহস্পতিবার দুপুরে তপনের মৃত্যু সংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েন তার বাবা শিবনাথ মন্ডল, মা সুমিত্রা মন্ডল ও স্ত্রী সুজাতা মন্ডল। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। গোটা এলাকায় শোকের ছায়া। তপনের দেহ কবে বাড়ি আসবে, তা জানা যায়নি।

ছবি ও সংবাদদাতাঃ মিঠুন হালদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yqc8of

November 03, 2017 at 12:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top