রায়গঞ্জ, ১৩ নভেম্বরঃ তিন বাস চালককে মারধরের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার বাস মালিক পক্ষকেও এই ধর্মঘটে সামিল থেকে জেলার বাস চলাচল বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। আচমকা এই বাস ধর্মঘটের জেরে চরম হয়রানির মুখে যাত্রীরা।
গতকাল দুপুরে পুর বাসস্ট্যান্ড থেকে হিলি-জলপাইগুড়ি, রায়গঞ্জ-মালদা, রায়গঞ্জ-বালুরঘাট গামী তিনটি বেসরকারি বাস বেআইনিভাবে রওনা হওয়ার চেষ্টা করে। অভিযোগ, সেইসময় বেসরকারি বাস মালিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত পশ্চিম দিনাজপুর মোটর কর্মী সংগঠনের সম্পাদক রবিন রাহা ও কর্মী নেপাল সাহা, বাস মালিক রানা কুণ্ডু, গোপাল চৌহান ও সুরজিৎ বসুকে মারধর করে।
এই ঘটনার কথা জানাজানি হতেই চরম উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড এলাকায়। শাসকদলের শ্রমিক সংগঠনের দুই নেতা ও কর্মীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তর দিনাজপুর বাস-মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। অভিযুক্তদের শাস্তি ও বাস মালিকদের নিরাপত্তার দাবিতে সংগঠনের তরফে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেন তিনি।
এদিকে, অভিযোগ অস্বীকার করে পালটা বাস মালিকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন শাসকদলের শ্রমিক সংগঠনের নেতা রবিন রাহা। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘দুই তরফেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।’ রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jop2w5
November 13, 2017 at 04:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন