ঢাকা, ১৬ নভেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর মাতাতে ঢাকায় পা রেখেছেন ক্রিস গেইল। রংপুর রাইডার্সের হয়ে আগামী ম্যাচে মাঠে দেখা যেতে পারে ক্যারিবীয় এ ব্যাটিং দানবকে। এবারের আসরে শক্তিশালী দল গঠন করলেও এখনো পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে পারেনি মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। তবে দলটির হয়ে খেলার জন্য ইতিমধ্যেই ঢাকায় পা রেখেছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার সঙ্গে ক্রিস গেইল যোগ দেওয়ায় বাড়তি শক্তি পাচ্ছে রংপুরের সমর্থকরা। আজ ভোর ৪টার দিকে ঢাকায় পা রাখেন গেইল। ১৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স। আর সেই ম্যাচে গেইল ও ম্যাককালামের খেলা অনেকটাই নিশ্চিত । আইপিএলের দ্বিতীয় আসর, ২০০৯ সালে গেইল ও ম্যাককালাম একই সঙ্গে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে। দুজন ব্যাটিং ওপেন করেছিলেন পাঁচ ম্যাচে। এছাড়া আর কোনো বিদেশি লিগে বিশ্বের সেরা এই দুই তারকা খেলোয়াড়কে এক সঙ্গে দেখা যায়নি। এক প্রান্তে ক্রিস গেইল আর অপর প্রান্তে ম্যাককালাম। বিশ্বসেরা এই দুই তারকার জুটি দেখতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছে রংপুরের ভক্তরা। এ দুই তারকা ম্যাচে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলে দুর্দান্ত হয়ে উঠবে মাশরাফির রংপুর রাইডার্স। এমএ/০২:০০/১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zL7f8n
November 16, 2017 at 08:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top