মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।প্রতিটি কমিটি গঠনে উপলক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটির আহবায়ক সূফী সামছুল ইসলাম ও বিশেষ অতিথি বিশ্বনাথ উপজেলা মীলাদুন্নবী উদযাপন কমিটির সদস্য সচিব চৌধুরী আলী আনহার শাহান।
সোমবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় পীরের বাজার কাজী অফিসে অনুষ্ঠিত এক সভায় হাজী তোতা মিয়াকে আহবায়ক ও কিয়াছত আলীকে সদস্য সচিব করে দশঘর ইউনিয়ন ২৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।অনান্য দায়ীত্বশীলরা হলেন-যুগ্ম-আহবায়ক তুরণ মিয়া, হাজী উস্তার আলী, হাজী মজমিল আলী,হাজী লাল মিয়া, মো.আছদ্দর আলী, মো.আবুল কালাম, হাফিজ আব্দাল হোসেন, সদস্য মাষ্টার জিলু মিয়া, ক্বারী শাহাদত হোসেন, হাজী ছালেক আহমদ, হাজী মাহবুবুর রহমান, হাজী সিরাজ মিয়া, ক্বারী সিরাজুল ইসলাম, মো.আব্দুল মুকিত, আব্দুর রহিম (লেবু মিয়া), মো.সাইস্তা মিয়া, মো.আব্দুল খালিক, সামছু উদ্দিন সামছু, মো.ফয়জুর রহমান, মো.সুয়েব আহমদ, মাওলানা হাবীবুর রহমান, শেখ মনছুর আহমদ, মো.দুলাল মিয়া, জুবায়ের আহমদ, সালমান আহমদ।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় স্থানীয় পনাউল্লা বাজার হাফিজি মাদরাসায় অনুষ্ঠিত এক সভায় ৩নং অলংকারী ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়।হাজী মো.নানু মিয়া-কে আহবায়ক ও হাফিজ আছকির আলী-কে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনান্য দায়ীত্বশীলরা হলেন-যুগ্ন-আহবায়ক আলতাব আলী (মেম্বার),হাজী চেরাগ আলী,হাজী আং খালিক,হাজী আফরুজ আলী,হাজী তৈমুছ আলী,আব্দুল জব্বার,আব্দুল ওয়াদুদ,খুশেদ আলী,হাফিজ আব্দুল কাদির,সদস্য হাজী ময়না মিয়া,হাজী আব্দুল গণি,হাজী আব্দুল আলী,ছাদিকুর রহমান সাজুল,হাজী আজকর আলী,হাফিজ কামাল আহমদ,মজমিল আলী,আব্দুল মনাফ,ফজলুল হক ফজর আলী,ফারুক মিয়া,হাফিজ নাঈম আহমদ,হাফিজ হুসাইন আহমদ,হাফিজ নজির আহমদ,হাফিজ তেরা মিয়া,হাফিজ লাকু মিয়া,আতিকুর রহমান,কামরুল হাসান,সিতার মিয়া,বিলাল হুসেন,কুতুব উদ্দিন।
সোমবার দুপুর ২টায় স্থানীয় রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্ডেনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় ২নং খাজাঞ্চী ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।সভায় মো.মনির উদ্দিন তালুকদার-কে আহবায়ক ও মাওলানা মোঃ মোছাদ্দিক হোসেন হাবিব-কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি অনান্য দায়ীত্বশীলরা হলেন-যুগ্ন আহবায়ক-তৈয়ব আলী, মাও. আব্দুল জলিল, ক্বারী ওলিউর রহমান, মোঃ আফতাব আলী, দিলোয়ার হোসেন, শওকত হোসেন, আছকর আলী,দুদু মিয়া, মাও. হাবিবুর রহমান সদস্য-আলতাব মিয়া, মাসুক মিয়া, নুরুল আলম হেলাল, মাও. জামাল উদ্দিন, মাও. নিজাম উদ্দিন, শামিম আহমদ ফারাবী, হাফিজ আবুল লেইছ,আবুল খায়ের মোঃ রিদ্বয়ান, ফখরুল ইসলাম রাহিল, হোসাইন আহমদ, ছাদিক আহমদ হাসান, আশিক মিয়া, হাফিজ তাজ উদ্দিন, ক্বারী আব্দুর রহমান।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jodrtt
November 27, 2017 at 12:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন