হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদিজা খাতুন (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। নিহত খাদিজা জেলার চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশায় করে নূরপুর এলাকা অতিক্রম করছিলেন খাদিজা। এসময় সুতাং বাজার থেকে শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আহত হন অটোরিকশায় থাকা আরো ছয়জন। আহতদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ADCMpZ

November 13, 2017 at 10:43PM
13 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top