অবশেষে পুলিশের খাঁচায় হকার সিন্ডিকেটের নেতা রকিব

নিজস্ব প্রতিবেদক:: অবশেষে সিলেট মহানগর কোতোয়ালী থানা পুলিশ হকার সিন্ডিকেটের হোতা রকিব আলীকে গ্রেফতার করেছে। রবিবার (২৬শে নভেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালি থানা পুলিশ নগরীর বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। রকিব আলী সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন-রকিবের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার (২৭শে নভেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় গত মঙ্গলবার (৭ই অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগ আনন্দ মিছিলের আয়োজন করে। সেই মিছিলে সিলেট মহানগর হকার্স লীগের ব্যানারে মিছিলে অংশ নেয় রকিব সিন্ডিকেটের সদস্যরা। ওই মিছিলের সামনেই রকিবকে দেখা যায়। সেই মিছিলে পুলিশ উপস্থিত থাকলেও রহস্যজনক কারণে রকিবকে গ্রেফতার করেনি।

রকিব ছাড়াও গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামী হচ্ছে-সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সহসভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, মো. আবদুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেছুর রহমান, শফিক আহমদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, রংমহল টাওয়ার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি মো. আজমল হোসেন, সহসভাপতি মো. মুরাদ হোসেন, ধোপাদিঘীর পাড় লেগুনা স্ট্যান্ডের সভাপতি মো. সাহাব উদ্দিন সাবু, সহসভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর নুর হিরণ, কোষাধ্যক্ষ মো. আবদুর রশিদ, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কোর্ট পয়েন্ট অটোরিকশা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, সদস্য সচিব ইউসুফ আলী, মধুবন পয়েন্ট লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহসভাপতি মো. আদিল, সাধারণ সম্পাদক মো. কবির মিয়া, অর্থ সম্পাদক মো. বাবুল মিয়া এবং আম্বরখানা-সালুটির শাখার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়া।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zHn1lZ

November 27, 2017 at 12:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top