বীরপাড়া, ৪ নভেম্বরঃ বুনো হাতির হানায় ভাঙল আটটি বাড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিশুঝুমরা গ্রামপঞ্চায়েতের তিন নম্বর সরুগাঁও বস্তিতে। আতঙ্কিত গ্রামবাসীরা।
শুক্রবার রাত এগারোটা নাগাদ রেতি বনাঞ্চল থেকে প্রায় ৪০টি হাতির একটি দল খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। ওই বস্তির আটটি ঘর ভেঙে সেখানে মজুত চাল খেয়ে আশপাশের কলাবাগান সহ গাছপালা লণ্ডভণ্ড করে ভোরের দিকে জঙ্গলে ফিরে যায় দাঁতালের দল। গ্রাম পঞ্চায়েত সদস্যা কবিতা ছেত্রী জানান, হাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির জন্য ত্রিপল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে ।
এবিষয়ে দলগাঁও রেঞ্জের ডেপুটি রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার গুলি বনদপ্তরে আবেদন করলে ক্ষতি পূরণের ব্যবস্থা করা হবে।
সংবাদদাতাঃ সুনীল রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iuLz6d
November 04, 2017 at 03:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন