চেন্নাই, ৫ নভেম্বরঃ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর সমালোচনা করে কার্টুন এঁকে ফেসবুকে পোস্ট। এর দায়ে গ্রেফতার হলেন তামিলনাড়ুর বিখ্যাত কার্টুনিস্ট বালা জি (৩৬)।
সম্প্রতি তিরুনেলভেলি জেলা শাসকের দপ্তরের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন এক পরিবারের চার সদস্য। এক সুদখোর মহাজনের হয়রানির শিকার হয়ে তাঁরা পুলিশ এবং জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন। তবে একাধিকবার অভিযোগ দায়ের করেও সুরাহা হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয় ঋণের টাকা মিটিয়ে দিয়েও হয়রানি বন্ধ হয়নি। এরপরেই জেলাশাসকের দপ্তরের সামনে তাঁরা গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনার বিষয়টি নিয়ে কার্টুন আঁকেন বালা। তাতে দেখানো হয়েছে, এক শিশু অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে। শিশুর দেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন তিরুনেলাভেল্লির পুলিশ কমিশনার, জেলা শাসক এবং মুখ্যমন্ত্রী। যাঁরা টাকা দিয়ে নিজেদের গোপনাঙ্গ ঢাকছেন। সেই কার্টুন ফেসবুকে পোস্টের পরেই তা ভাইরাল হয়ে যায়।
এদিকে, সেই কার্টুনটি নিয়ে মুখ্য সচিবের কাছে অভিযোগ দায়ের করেন জেলাশাসক। এরপরেই তামিলনাড়ুর ডিজি-র নির্দেশে তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় বালাকে গ্রেফতার করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lTU4Np
November 05, 2017 at 10:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন