টরন্টো, ১৬ নভেম্বর- গত রোববার নগরীর মিজান অডিটোরিয়ামে সাপ্তাহিক আজকাল এর উদ্যোগে কমিউনিটি বিনির্মাণে মিডিয়ার ভুমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে টরন্টোর কবি, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ব্যাবসায়ী, আবৃত্তিশিল্পী এবং কমিউনিটির সকল গণমাধ্যমের প্রধান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল গাফফারের সভাপতিত্বে, কবি, আবৃত্তিকার মেহরাব রহমানের উপস্থাপনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন মহান ভাষা সৈনিক শামসুল হুদা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশে বিদেশের প্রধান সম্পাদক নজরুল মিন্টো, সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক মন্ডলীর সভাপতি আব্দুল হালিম মিয়া, ফোবানার ষ্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আবু জুবায়ের দারা, ডিজিটাল বাংলা নিউজের প্রকাশক মোহাম্মদ হাসান, সাপ্তাহিক দেশের আলোর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, সাপ্তাহিক ভোরের আলোর সম্পাদক আহাদ খন্দকার, সাপ্তাহিক নবদ্বীপের সম্পাদক এম এইচ মামুন, সু খবর সম্পাদক সৈয়দ শামসুল আলম, সাপ্তাহিক সিবিএন২৪ এর প্রধান সম্পাদক মাহাবুবল হক ওসমানী, সাপ্তাহিক আজকালের সম্পাদক মাহবুব আহমেদ চৌধুরী রনি, চিত্রশিল্পী ও লেখক সৈয়দ ইকবাল, টিডিএসবির সাবেক শিক্ষক তৌহিদ নোমান, লেখক নুর মোহাম্মদ কাজী, আবৃত্তিকার আহমেদ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, রিয়েলটর আলম মোড়ল, রিয়েলটর মানিক চন্দ, রিয়েলটর দেওয়ান হক. রিয়েলটর রবিন ইসলাম, রিয়েলটর এবাদ চৌধুরী, রিয়েলটর বিটু হক, আশরাফ আলী, আখলাক হোসেইন, সাকের চৌধুরী, রেশাদ চৌধুরী, আজিজুর রহমান প্রিন্স, রেজা অনিরুদ্ধ, কবি রিনি সাখাওয়াত, আবৃত্তি শিল্পী সুমন মালিক প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে স্হানীয় টেলিভিশন, সংবাদপত্র তথা মিডিয়ার ভুমিকার নানা দিক নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। কানাডার বাংলাদেশী অভিবাসীদের ভাগ্য উন্নয়নে তথ্যের গুরুত্ব অপরিসীম বিবেচনায় রেখে একে অপরের সহযোগীতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে অন্যান্য জাতিগোষ্ঠির সাথে পাল্লা দিয়ে বাংলাদেশী কমিউনিটিও খুব শীঘ্রই আরো এগিয়ে যাবে বলে সকলেই আশাবাদ ব্যাক্ত করেন। বাংলাদেশী অভিবাসীর পরবর্তী জেনারেশন বা নুতন প্রজন্মের অধিকাংশ ছেলে মেয়েরা বাংলা পত্রিকাগুলো পড়তে না পারায় যে ডিসকানেকশন তৈরী হয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা কিভাবে তাদের সাথে আরো বেশী করে সম্পকৃতা বাড়ানো যায় সে উপায় খুঁজে বের করতে সকলকে সচেষ্ট হতে আহবান জানান। কমিউনিটির সার্বিক কল্যাণে আরো বেশী সহযোগীতামুলক মনোভাব দরকার। সেক্ষেত্রে কেউ কেউ টরন্টোতে একটা বাংলাদেশী প্রেসক্লাব গঠনের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেন। সবশেষে আজকাল সম্পাদক মাহবুব আহমেদ চৌধুরী রনি এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এবং অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিথিদের হালকা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। -বিজ্ঞপ্তি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yN8wIP
November 17, 2017 at 07:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top