ট্রাম্পকে মধ্যমা দেখিয়ে চাকরি খোয়ালেন মার্কন মহিলা

ওয়াশিংটন, ৭ নভেম্বরঃ প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর পছন্দ নয়। আর এই নাপসন্দের জন্যই করে ফেললেন কাণ্ডজ্ঞানহীন কাজ। রাস্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কনভয়ের  পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই প্রেসিডেন্টের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শন করেন এক মার্কিন মহিলা। আর এই কাজের জন্যই জুলি ব্রিস্কম্যান নামে ওই মহিলাকে চাকরি খোয়াতে হল।

ঘটনাটি গত ২৮ অক্টোবরের। পোটোম্যাক নদীর পাশে ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের রাস্তায় ওই সময় সাইকেল চালাচ্ছিলেন জুলি। ঝাঁ চকচকে রাস্তায় তাঁর পাশ দিয়েই যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের কনভয়। ট্রাম্প বিরোধী এবং ডেমোক্র্যাট সমর্থক জুলি সেই সুযোগ হাতছাড়া করতে চাননি। এই ঘটনা ফ্রেমবন্দী করতে ভোলেননি হোয়াইট হাউসের চিত্রগ্রাহক ব্রেনডেন স্মিয়ালোস্কি। ট্রাম্পের কনভয়ের পেছনের একটি গাড়িতেই ছিলেন তিনি। তাঁর তোলা ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

ওই ছবিটি যে জুলিরই, তা নিজেই স্বীকার করেছেন তিনি। উল্লেখ্য, ওই ঘটনার তিন দিন পর জুলি ব্রিস্কম্যান নিজের ফেসবুক ও টুইটারের পেজে ভাইরাল হওয়া সেই ছবিটিকেই প্রোফাইল পিকচার হিসেবে বেছে নিয়েছেন।

কম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাক্ট ভঙ্গের কারণে চাকরি থেকে তাঁকে বরখাস্ত করতে চলেছে তাঁর কম্পানি। যদিও জুলি পাল্টা জানান, তিনি নিজে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াননি। অন্য কেউ ওই ছবি ছড়িয়ে দিলে, তা ভাইরাল হয়ে যায়। তবে তাতেও শেষরক্ষা হয়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zkGCHU

November 07, 2017 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top