উদ্ধার হল প্রায় ১০ লক্ষ টাকার জাল নোট

কালিয়াচক,৭ নভেম্বরঃ বিপুল পরিমাণ জাল নোট সহ একজন যুবককে গ্রেফতার করল বিএসএফ এর গোয়েন্দা বিভাগের জি ব্রাঞ্চ। মঙ্গলবার ভোর রাতে গোয়েন্দা বাহিনী একটি অভিযান চালায় কালিয়াচক থানার অন্তর্গত চরিঅনন্তপুরের কামাত এলাকায়। বিএসএফ সূত্রে খবর, ধৃত একরামুল শেখের (৩২) বাড়ি চরিঅনন্তপুর এলাকার দুইশত বিঘি গ্রামে। একরামুলের কাছে তল্লাশি চালিয়ে ৯ লক্ষ ৭০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলি সব ২ হাজার টাকার বলে জানা গেছে।

তবে এনআইএ সূত্রে খবর, ধৃত একরামুল শেখকে এনআইএ জেরা করবে। যদিও বিএস এফ আধিকারিকরা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো থানায় জাল নোট ও ধৃত একরামুল শেখকে হস্তান্তর করেননি। বিএসএফ এর একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া নোটগুলির পেপার অত্যান্ত ভালো। ফলে অনেকের ধারনা উদ্ধার হওয়া জাল নোট গুলি পাকিস্তান অথবা অন্য কোনো দেশের তৈরি হয়ে থাকতে পারে।

সংবাদদাতাঃ সেনাউল হক

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zpdA7e

November 07, 2017 at 09:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top