জাফলংয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:: জাফলংয়ে উপজেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটি ও জাফলং পাথর কোয়ারী সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক ব্যবসায়ী ও নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম ও শিক্ষক শাহজাহান সিরাজের যৌথ পরিচালনা ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিলেটের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাব হোসেন, সিলেটের সিনিয়র এএসপি লুৎফুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, পূর্ব জাফলং ইউ/পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু।

এতে বক্তব্য রাখেন জাফলং বল্লাঘাট ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মিনহাজুর রহমান, বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়অর হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি সামছুল আলম, লুৎফুর রহমান লেবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল আহমদ, অধ্যাপক মোজাম্মেল সিদ্দিকী মেনন, বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল রহিম খাঁন, পিয়াইন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ব্যবসায়ী আলীম উদ্দিন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম প্রমূখ।

সভায় শ্রমিকরা তাদের কর্মস্থল জাফলং পাথর কোয়ারীর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রশাসন কর্মকর্তাদের প্রতি সবিনয় অনুরোধ করেন। যেকোন মূল্যে কোয়ারীর কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সরকারের (রাজস্ব) আদায় প্রক্রিয়া স্বাভাবিক রাখার দাবী জানানো হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2A7VEP1

November 23, 2017 at 08:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top