নয়াদিল্লি, ২২ নভেম্বরঃ অবশেষে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে বাড়ানোয় সম্মতি দিল কেন্দ্র সরকার। এর ফলে উপকৃত হবেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের ৩১ বিচারপতি, বিভিন্ন হাইকোর্টের ১০৭৯ বিচারপতি। এছাড়া অবসরভাতা এবং গ্রাচুয়িটির মূল্যায়নের ফলে আড়াই হাজার অবসরপ্রাপ্ত বিচারপতিও তার সুবিধে পাবেন। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, সপ্তম বেতন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং অবসরপ্রাপ্ত বিচারপতিদের মাইনে এবং অবসরভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ভারতের প্রধান বিচারপতি পাবেন প্রতি মাসে ২.৮০ লক্ষ টাকা। সুপ্রিমকোর্টের বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি পাবেন প্রতি মাসে ২.৫০ লক্ষ টাকা। হাইকোর্টের বিচারপতিরা পাবেন ২.২৫ লক্ষ টাকা করে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ জানুয়ারি ২০১৬ থেকে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, শীতকালীন অধিবেশনে এই বিল পাশ করানোর চেষ্টা করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Amxmnr
November 22, 2017 at 10:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন