নিজস্ব প্রতিবেদক:: সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে মক্কার জমজম কুপের পানি বলে বিক্রির মাধ্যমে প্রতারনার অভিযোগ তদন্ত করতে ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার(১৯শে নভেম্বর) এইচ এম আব্দুর রহমান নামে এক ভূক্তভূগির আবেদনের প্রেক্ষিতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারনার অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালককে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৩১শে অক্টোবর এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। এরপর বিষয়টি আদালতের নজরে আনেন এইচ এম আব্দুর রহমান নামের একজন নাগরিক।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zi5TDi
November 19, 2017 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন