গো-হত্যা বিরোধী নির্দেশিকা ফেরানোর সিদ্ধান্ত কেন্দ্র

!নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ বিতর্কিত গো-হত্যা বিরোধী নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পরিবেশ মন্ত্রক থেকে মে মাসে জারি করা এই নির্দেশিকাতে বলা হয়েছিল, ভারতের কোথাও হত্যার জন্য গোরু বা মোষ বিক্রি করা যাবে না। নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। কেন্দ্রীয় সরকার খাদ্যাভ্যাসের ওপরও নজরদারি চালাতে চাইছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা। এমনকি উত্তর-পূর্ব ভারতের বিজেপিশাসিত কয়েকটি রাজ্য থেকেও এই নির্দেশিকার বিরোধিতা করা হয়। পরে জুন মাসে পরিবেশমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছিলেন এই নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। অবশেষে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে।

ছবিটি প্রতীকি



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BwEESJ

November 30, 2017 at 11:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top