সীমান্ত নিয়ে বৈঠকে বসল ভারত ও চিন

বেজিং, ১৮ নভেম্বরঃ ডোকলাম অচলাবস্থা কাটার পর প্রথম সীমান্ত নিয়ে বৈঠকে বসল ভারত ও চিন। বৈঠকে সীমান্তে সবকটি সেক্টরের পরিস্থিতি পর্যালোচনা হয়েছে, পাশাপাশি কথা হয়েছে আস্থাবর্ধক পদক্ষেপ ও সেনা যোগাযোগ রাখা নিয়ে।

চিনের ভারতীয় দূতাবাস জানিয়েছে, বেজিংয়ে হয়েছে ইন্ডিয়া-চায়না বর্ডার অ্যাফেয়ার্সের এই বৈঠক। ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন, এদের কাজ মূলত ভারত-চিনের সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখতে আলোচনা ও বোঝাপড়া চালিয়ে যাওয়া।

এই বৈঠকে সীমান্তে শান্তি বজায় রাখার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে উভয়পক্ষ সহমত হয়েছে বলে জানা গিয়েছে। আগামী মাসে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই রাশিয়া, ভারত ও চিনের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন। তখন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হবে তাঁর। তার আগে এই সীমান্ত বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jzZDzJ

November 18, 2017 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top