মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় হঠাৎ থমকে গিয়েছিল গাড়ি। সেলিব্রিটি অভিনেতা বরুণ ধাওয়নকে পাশের গাড়িতে দেখতে পেয়ে একটু উৎসাহী হয়ে পড়েছিলেন পাশে দাঁড়ানো অটোর তরুণী যাত্রী। তাঁর অনুরোধেই সেলফি তোলেন বরুন। যানজটের মধ্যে যেভাবে তাঁরা গাড়ির এবং অটোর জানলা দিয়ে মুখ বাড়িয়ে সেলফি তোলেন সেটা অত্যন্ত বিপজ্জন বলে দাবি করেছে মুম্বই পুলিস। সেলফি তোলার পরেই সেই ছবি পোস্ট করে মম্বই ট্রাফক পুলিসের পক্ষ থেকে টুইট করে বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড সিনেমার পর্দায় মানায়। বাস্তবে তা অত্যন্ত বিপজ্জক। এরকম একজন ইউথ আইকন যদি এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করে থাকেন তাহলে দেশের যুবরা তো বেপরোয়া হবেই। অভিনেতার এই বেপরোয়া সেলফি তোলার জন্য মুম্বই পুলিস তাকে জরিমানাও করেছে। ভবিষ্যতে এধরনের কর্মকাণ্ড রাস্তায় করতে দেখলে আরও বড় শাস্তি হবে বলে সতর্ক করা হয়েছে অভিনেতা। বরুণ অবশ্য মুম্বই ট্রাফক পুলিসের এই সতর্কতাকে বিনয়ের সঙ্গে মেনে নিয়েছেন। টুইট করে বলেছেন, নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে চলন্ত গাড়িতে ছবি তোলা হয়নি। যখন সেলফি তোলা হয়েছিল তখন আমার গাড়ি এবং পাশের অটো দাঁড়িয়ে ছিল। তবু এধরনের কাজ যাতে আর না হয় তার খেয়াল রাখবেন বলে জানিয়েছেন অভিনেতা। আজকাল ডট ইন আরএস/১০:১৪/২৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iLiJ2D
November 24, 2017 at 03:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন