রায় বরেলি, ২ নভেম্বরঃ এনটিপিসি কারখানায় বয়লার পাইপ ফেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। আহত একশোরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল বিকেলে এনটিপিসির ৬ নম্বর ইউনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে। সে সময় ইউনিটে কাজ করছিলেন প্রায় ৩৫০ জন। ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই ইউনিটে বিস্ফোরণ ঘটে বয়লার থেকে টারবাইনের মাঝে স্টিম পাইপলাইনে। বয়লারের চিমনি ডাক্টে ছাই জমা হওয়ায় বেরোতে পারেনি গ্যাস। স্টিম পাইপলাইন আচমকা ফেটে যাওয়ায় ২৫০ ডিগ্রির বেশি উত্তাপ চারপাশে ছড়িয়ে যায়। ঝলসে যান ২০০ শ্রমিক।
এদিকে, বিদেশ সফরে থাকা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব রকম প্রশাসনিক সাহায্যের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার এবং আহতদের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এছাড়া আহতদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iolGFk
November 02, 2017 at 05:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন