ফেঞ্চুগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:: ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ অভিযানে দেশীয় ৫ লিটার মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী ফেঞ্চুগঞ্জ উপজেলার মনুরটুকের মৃত আফসর আলীর পুত্র আনফর আলী (৬৫)। ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সালাহ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ ফেঞ্চুগঞ্জ থানারোডে অভিযান চালিয়ে আনফর আলীকে পাঁচ লিটার মদ সহ আটক করা হয়। এএসআই সালাহ উদ্দিন জানান আটককৃত আনফর আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেঞ্চুগঞ্জ থানা সুত্রে জানা যায়, আটক আনফর আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘ দিন থেকে এলাকায় বিশেষ করে যুব সমাজের কাছে মাদক বিক্রি করে আসছেন। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার অভিভাবকরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AWEVxi

November 20, 2017 at 10:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top