দেশের প্রথম মহিলা আইনজীবী শ্রদ্ধা জানাল গুগল ডুডল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ গুগল ডুডলে আজ শ্রদ্ধা জানানো হয়েছে এক ভারতীয় রমনীকে। বম্বে ইউনিভার্সিটির ইনিই প্রথম মহিলা স্নাতক। দেশের প্রথম মহিলা হিসেবে তিনিই প্রথম কোনও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অক্সফোর্ডে আইন পড়া মহিলাদের মধ্যে তিনিই প্রথম। এছাড়াও দেশের প্রথম মহিলা আইনজীবী হিসেবে যার নাম উঠে আসে ইনি তিনি। তিনি কর্নেলিয়া সোরাবজি। আজ তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগল।

তাঁর জন্ম ১৮৬৬ সালের ১৫ নভেম্বর, নাসিকে। বাবা রেভারেন্ড সোরাবজি কারসেদজি ছিলেন একজন মিশনারি। মা ফ্রান্সিনা ফোর্ডের বেড়ে ওঠা আবার ব্রিটিশ ঘরানায়। এক ব্রিটিশ দম্পতি তাঁকে দত্তক নিয়েছিল। এহেন মা-বাবার কারণেই তাঁদের পরিবারটি ছিল অন্যরকম।

কর্নেলিয়ার মা পুণেতে নারীশিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে বাবা মিশনারী হওয়ার কারণে বম্বে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন কর্নেলিয়া। বাকিটা তাঁর মেধা, জেদ ও পরিশ্রম দিয়ে তিনি জয় করেছেন। এর আগে যা কেউ ভাবতে পারেননি, তা তিনি করেছেন। দেশের নারীদের মুক্তির পথ দেখাতে পেরেছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AKEIOo

November 15, 2017 at 01:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top