কলকাতা, ১০ অক্টোবরঃ নেতাজি ইন্ডোরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের গ্র্যান্ড ওপেনিং হল আজ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অতিথি হিসেবে ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল-সহ এক ঝাঁক তারকা। ছিলেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরাও। এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
বাংলার ফিল্ম ফেস্টিভালের মত এত বড় উত্সব আর কোথাও হয় না। ৫০টিরও বেশি দেশের ছবি এ বার দেখানো হবে।
আজ অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের সিনেমাকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া হবে। রবীন্দ্রনাথের মাহাত্ম্য বর্ণনা করেন অমিতাভ বচ্চন। বাংলা বললেন কিং খানও। তিনি বলেন, সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ এই শহর দেশের শান্তিপ্রিয় শহর। বাংলার জামাই সম্বোধন করে অমিতাভকে সম্মান জানান সাবিত্রী চট্টোপাধ্যায়।
কমল হাসান, মহেশ ভট্ট, কাজল, শাহরুখ এবং অমিতাভকে সম্বর্ধনা দিয়ে শুরু হল অনুষ্ঠান।
ইরানের ‘ইয়েলো’ দিয়ে শুরু হয়েছে চলচ্চিত্র উত্সব। এবারের থিম দেশ ইংল্যান্ড। এ বছর চলচ্চিত্র উত্সবে ৫৩টি দেশের ১৪৩টি ছবি দেখানো হবে।
নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ-সহ শহরের মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি।
এ ছাড়াও থাকবে বিভিন্ন প্রদর্শনী। কলকাতা চলচ্চিত্র উত্সবকে মোট ১৬টি বিভাগে ভাগ করা হয়েছে।
এই বছরই প্রথম আয়োজিত হয়েছে বিভিন্ন পরিচালকের ব্যবহৃত অরিজিন্যাল ইকুইপমেন্টস-এর প্রদর্শনী।
এ বছরের অন্যতম আকর্ষণ ‘মাস্টার ক্লাস’ এবং ‘ইন্টারেক্টিভ সেশন’।
সত্যজিত্ রায় মেমোরিয়াল বক্তৃতায় উপস্থিত থাকবেন বিখ্যাত সমালোচক ও লেখক রাচেল ড্রয়ার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yP0400
November 10, 2017 at 08:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন