নয়াদিল্লি, ৫ নভেম্বরঃ নোট বাতিলের পর ৫০০ ও ১০০০ টাকার নোটে ১৭ হাজার কোটি টাকা জমা করে তা ফের তুলে নিয়েছে প্রায় ৩৫ হাজার কোম্পানি। তবে বর্তমানে তাদের কোনো অস্বিত্বই নেই। বিমুদ্রাকরণের সিদ্ধান্তের বর্ষপূর্তির ঠিক আগে এ কথা জানালেন কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, প্রায় ২.২৪ লক্ষ কোম্পানিকে বন্ধ করা হয়েছে। ১৭ হাজার কোটি টাকা জমা করেছে এই কোম্পানিগুলি। ৩.০৯ অধিকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ৫৬টি ব্যাংক থেকে ৩৫ হাজার কোম্পনির মোট ৫৮ হাজার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্র আরও জানিয়েছে, বিমুদ্রাকরণের আগে পর্যন্ত যে কোম্পানির জমানো টাকা নেগেটিভ ছিল, নোটবন্দির পরেই তাদের অ্যাকাউন্টে ২,৪৮৪ কোটি টাকা জমা পড়ে। পরে তা তুলেও নেওয়া হয়। নিষ্ক্রিয় ওই কোম্পানিগুলির সম্পত্তির রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য রাজ্য সরকারকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lQX254
November 05, 2017 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন