বাতিল ৫০০ ও ১০০০-এর নোট নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ নভেম্বরঃ যাঁরা এখনো বাতিল নোট ব্যাংকে জমা দিতে পারেননি, তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সুপ্রিমকোর্টে এমনটাই জানাল কেন্দ্র।

সুধা মিশ্র নামে এক মহিলার আবেদনের প্রেক্ষিতেই শীর্ষ আদালতে একথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে বাতিল নোট জমা করতে পারেননি এমন ১৪ জন আবেদনকারীকে সাংবিধানিক বেঞ্চে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

বাতিল ১০০০ ও ৫০০-র নোট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না-পেরে আদালতের দ্বারস্থ হন সুধা মিশ্র নামে জনৈকা। তিনি জানান, ২০১৬-র ৪ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। শারীরিকভাবে অসুস্থতার কারণে নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত বাতিল নোট তিনি জমা দিতে পারেননি। তাঁর কাছে থাকা বাতিল নোট জমা নেওয়ার জন্য সরকার ও রিজার্ভ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশ দিতে শীর্ষ আদালতের কাছে আবেদন জানান সুধাদেবী।

সেই আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্র এদিন সুপ্রিমকোর্টে জানিয়েছে, বাতিল নোট জমা দিতে না পারার কারণে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে কেন্দ্র জানিয়েছিল, কোনও ব্যক্তির কাছে যদি ১০টির বেশি বাতিল নোট থাকে, তবে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yqKZkT

November 03, 2017 at 07:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top