যাত্রীবোঝাই বাস নিয়ে এক কিমি পথ পাড়ি মানসিক ভারসাম্যহীনের

ফালাকাটা, ১৬ নভেম্বরঃ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই বাস নিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিল এক মানসিক ভারসাম্যহীন যুবক। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ফালাকাটায়।  এদিন সকাল ৯টা নাগাদ মালদাগামি এনবিএসটিসি-র বাসটি নিয়ে ফালাকাটা ডিপোতে আসেন চালক। বাস দাঁড় করিয়ে রেখে চা খেতে যান চালক, সহকারি চালক ও কন্ডাক্টর। সেই সময় বাসটিতে প্রায় ৩৬জন যাত্রী ছিল। সেই সময় হঠাত্ই ওই যুবক বাসে উঠে বাস চালিয়ে দেয়। আতঙ্কে চিৎকার জুড়ে দেন চালক। বাসের পিছন পিছন ছুটতে শুরু করেন চালক, সহকারি চালক ও অন্যান্যরা। শেষ পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়কে ফালাকাটা সুভাষপল্লী মোড়ে দাঁড় করানো হয় বাসটিকে। পুলিশ এসে ওই মানসিক ভারসাম্যহীন ওই যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে বছর পঁচিশের ওই যুবকের নাম মনতোষ মণ্ডল। বাড়ি ধূপগুড়িতে। চালক চা খেতে নামার সময় কেন চাবি নিজের সঙ্গে করে নিয়ে যাননি, সেই প্রশ্ন তুলছে যাত্রীরা। চালকের ভুলে ব্যস্ত রাস্তায় বড়ো দুর্ঘটনা ঘটতে পারত বলে অভিযোগ তাদের। ঘটনায় বাস চালক নজরুল মিয়াঁর বিরুদ্ধে বিভাগীয় তদম্তের নির্দেশ দিয়েছেন এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর সুবলচন্দ্র রায়।

ছবিঃ সুকমল ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mxUpFw

November 16, 2017 at 02:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top