ঢাকা, ১৭ নভেম্বর- টেবিলের তলানিতে অবস্থান করা নিজেদের শেষ দুম্যাচ হেরে রাজশাহী কিংস পঞ্চম ম্যাচে এসে ৭ উইকেটের ব্যবধানে দ্বিতীয় জয়ের সুবাস পেল। অন্যদিকে হারের বৃত্তেই আবদ্ধ সিলেট সিক্সার্স। হোম ভেন্যুতে টানা তিন ম্যাচ জিতে উড়তে থাকা সিলেট এবার পরপর তিনটি ম্যাচে হারের স্বাদ পেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একদিন বিরতি দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭তম ম্যাচের মুখোমুখি হয় রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইনজুরি কাটিয়ে ফেরা নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থতা প্রমাণ করেন রাজশাহীর বোলাররা। ১৪৭ রানের লক্ষ্য ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখে টপকে যায় স্যামির দল। উভয় দলই এদিন তিনটি করে পরিবর্তন করে। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিকে রাজশাহীর বোলিংয়ে চাপে থাকলেও শেষদিকে সাব্বির রহমানের ঝড়ো ইনিংসে ফাইটিং স্কোর গড়ে সিলেট। এবারের আসরের প্রথম ম্যাচেই নিজের যথার্থতার প্রমাণ দেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। প্রথম ওভারেই সিলেটের উদ্বোধনী ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারকে (০) ফ্রাঙ্কলিনের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তিনি। দলীয় চতুর্থ ওভারে মিরাজ এবারের আসরের সর্বাধিক অর্ধশত সংগ্রহকারী থারাঙ্গাকে (১০) সরাসরি বোল্ড করেন। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকা সিলেটকে এগিয়ে নেয়ার দায়িত্ব নেন গুণাথিলাকা ও নুরুল হাসান। দলীয় ৪১ রানে নুরুল হাসানকে (১০) ফেরত পাঠান কেসরিক উইলিয়ামস। হাসানের বিদায়ের পর মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাসির। দলীয় ৬৯ রানে নাসিরকে (১০) সরাসরি বোল্ড করেন প্যাটেল। পরের ওভারেই ফ্রাঙ্কলিন লঙ্কান ব্যাটসম্যান গুণাথিলাকাকে (৪০) মুমিনুলের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান। শেষ ওভারে দলীয় ১৪০ রানে কেসরিক উইলিয়ামসের বলে জাকিরের হাতে ক্যাচ হওয়ার আগে ২৬ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন সাব্বির। শেষ পর্যন্ত ব্রেসনান ১৭ বলে ২৯ রান এবং প্লাঙ্কেট ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। আর সিলেট পায় ১৪৬ রানের লড়াকু ইনিংস। রাজশাহীর পক্ষে কেসরিক ২টি এবং সামি, মিরাজ, ফ্রাঙ্কলিন, প্যাটেল ১টি করে উইকেট লাভ করেন। ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম উইকেট জুটিতেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাজশাহী। মুমিনুল ইসলাম ও রনি তালুকদার উদ্বোধনী জুটিতে ৬৫ রানের ইনিংস উপহার দেন। নাসিরের বলে রনি (২৪) নুরুল হাসানের কাছে ক্যাচ দিলে ভাঙ্গে ৬৫ রানে জুটি। হাসানের বিদায়ের পরপরই নাবিলের বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে ১ রানে বিদায় নেন সমিত প্যাটেল। জাকির নেমে মুমিনুলের সঙ্গে জুটি বেঁধে জয়ের বন্দরে এগিয়ে নিতে থাকেন। দলীয় ৯৭ রানে আবুল হাসানের বলে সোহানের হাতে ক্যাচ দিয়ে মুমিনুল (৪২) বিদায় নেন। ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কার সাহায্যে করেন মূল্যবান ৪২ রান। এরপর জাকিরকে নিয়ে বাকি কাজ সারেন মুশফিকুর রহিম। জাকির হোসেন ২৬ বলে ৩ ছক্কা ও ৪ চারের সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন। মুশফিক অপরাজিত থাকেন ২০ বলে ২৫ রান করে। সিলেটের পক্ষে নাসির, নাবিল, আবুল হাসান সকলেই ১টি করে উইকেট লাভ করেন। সিলেট সিক্সার্স ২০ ওভার ১৪৬/৬ (উপুল থারাঙ্গা ১০, আন্দ্রে ফ্লেচার ০, দানুশকা গুনাথিলাকা ৪০, নুরুল হাসান ১০, নাসির হোসেন ৯, সাব্বির রহমান ৪১, টিম ব্রেসনান ২৯*, লিয়াম প্লাঙ্কেট ৬*; মোহাম্মদ সামি ১/৩৬, মেহেদী হাসান মিরাজ ১/১২, কেসরিক উইলিয়ামস ২/৩২, ফরহাদ রেজা ০/৪৩, জেমস ফ্র্যাঙ্কলিন ১/১৭, সমিত প্যাটেল ১/৬) রাজশাহী কিংস ১৭.৩ ওভার ১৫০/৩ (মুমিনুল হক ৪২, রনি তালুকদার ২৪, সমিত প্যাটেল ১, জাকির হাসান ৫১*, মুশফিকুর রহীম ২৫*; নাসির হোসেন ১/২০, টিম ব্রেসনান ০/২৪, লিয়াম প্লাঙ্কেট ০/২৯, তাইজুল ইসলাম ০/৩২, নাবিল সামাদ ১/২৭, আবুল হাসান ১/১৭) ফলাফল: রাজশাহী কিংস ৭ উইকেটে জয়ী প্লেয়ার অব দ্য ম্যাচ: জাকির হাসান (রাজশাহী কিংস) সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zPQB5P
November 18, 2017 at 12:23AM
17 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top