পুরোদমে চলছে ইউরোপিয়ান লিগ গুলোর ২০১৭-১৮ মৌসুম। ইতোমধ্যে প্রায় ১১/১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি লিগে। চলুন এক নজরে দেখেনি ইউরোপের শীর্ষ ৫ লিগের বর্তমানে পয়েন্ট টেবিলে থাকা সেরা ৫ দল কোন গুলো: প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ ৫ দলের তালিকা: ১) ম্যানচেস্টার সিটি ১১ ম্যাচে ৩১ পয়েন্ট ২) ম্যানচেস্টার ইউনাইটেড ১১ ম্যাচে ২৩ পয়েন্ট ৩) টাটেনহাম হটস্পার্স ১১ম্যাচে ২৩ পয়েন্ট ৪) চেলসি ১১ ম্যাচে ২২ পয়েন্ট ৫) লিভারপুল ১১ ম্যাচে ১৯ পয়েন্ট লা লিগায় পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ ৫ দলের তালিকা: ১) বার্সেলোনা ১১ ম্যাচে ৩১ পয়েন্ট ২) ভ্যালেন্সিয়া ১১ ম্যাচে ২৭ পয়েন্ট ৩) রিয়াল মাদ্রিদ ১১ ম্যাচে ২৩ পয়েন্ট ৪) অ্যাটলেটিতো মাদ্রিদ ১১ ম্যাচে ২৩ পয়েন্ট ৫) ভিলি-রিয়াল ১১ ম্যাচে ২০ পয়েন্ট লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ ৫ দলের তালিকা: ১) পিএসজি ১২ ম্যাচে ৩২ পয়েন্ট ২) মোনাকো ১২ ম্যাচে ২৮ পয়েন্ট ৩) লিঁও ১২ ম্যাচে ২৫ পয়েন্ট ৪) মার্শেই ১১ ম্যাচে ২৪ পয়েন্ট ৫) নান্তেস ১১ ম্যাচে ২৩ পয়েন্ট বুন্দেসলিগের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ ৫ দলের তালিকা: ১) বায়ার্ন মিউনিখ ১১ ম্যাচে ২৬ পয়েন্ট ২) লাইপজিগ ১১ ম্যাচে ২২ পয়েন্ট ৩) বরুসিয়া ডর্টমুন্ড ১১ ম্যাচে ২০ পয়েন্ট ৪) শালকে ১১ ম্যাচে ২০ পয়েন্ট ৫) হ্যানোভার ১১ ম্যাচে ১৯ পয়েন্ট সিরি আ-লিগের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ ৫ দলের তালিকা: ১) নাপোলি ১২ ম্যাচে ৩২ পয়েন্ট ২) জুভেন্টাস ১২ ম্যাচে ৩১ পয়েন্ট ৩) ইন্টার মিলান ১২ ম্যাচে ৩০ পয়েন্ট ৪) লাজিও ১১ ম্যাচে ২৮ পয়েন্ট ৫) রোমা ১১ম্যাচে ২৭ পয়েন্ট ৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচ গুলোর পয়েন্ট নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:১৪/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y58jjL
November 06, 2017 at 04:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top