নিজস্ব প্রতিবেদক ● ৩ নভেম্বর জেল খানায় জাতীয় ৪ নেতাকে নির্মম হত্যা, বাঙ্গালি জাতীয় জীবনে এক কলঙ্ক জনক অধ্যায় বলেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এমপি বাহার বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যার পর পরিকল্পিত ভাবে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
যে চার নেতা দেশ স্বধীন হওয়ার পর পর বিদ্ধস্ত একটি দেশকে পূর্নরগঠন করেছিলেন, ষড়যন্ত্র কারিরা তাই আমাদের মহান নতাদের হত্যা করেছিলেন। ৩রা নভেম্বর উপলক্ষে কুমিল্লা টাউন হলে জাতীয় ৪ নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি জি এম সিকান্দার, আবুল কাসেম রৌশন, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ড. বাকি আনিস, চিত্ত রঞ্জন ভৌমিক, অর্থ সম্পাদক আলি মনসুর ফারুক, আতিক উল্লা খোকন, সাবেক জি এস আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। আনুষ্ঠান পরিচালনা করেন সহ সভাপতি আব্দুল আলিম কাঞ্চন।
The post জেল হত্যা, জতীয় জীবনে এক কলঙ্ক জনক অধ্যায় —এমপি বাহার appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xVGhaD
November 03, 2017 at 08:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন