নয়াদিল্লি, ৯ নভেম্বরঃ এবার থেকে বিমার সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করল কেন্দ্র। এই মর্মে দেশের সকল বিমা সংস্থাকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)।
আইআরডিএআই-এর নির্দেশিকায় বলা হয়েছে, আর্থিক তছরুপ রোধ আইন (দ্বিতীয় সংশোধনী) ২০১৭ অনুযায়ী, বিমা পলিসির সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। গত জুন মাসে এই নতুন আইনকে কার্যকর করে কেন্দ্র। সেখানেই আধারের সঙ্গে প্যান অথবা ফর্ম ৬০-র সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করা হয়েছিল। যাতে বিমা পলিসি সহ যে কোনও আর্থিক পরিসেবার সুবিধা নেওয়া যায়। আইআরডিএআই-এর নির্দেশ, অবিলম্বে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yjOjKv
November 09, 2017 at 07:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন