রক্ষীবিহীন ক্রসিংয়ে সতর্ক করতে সহযোগিতার হাত বাড়াল ইসরো

নয়াদিল্লি, ১২ নভেম্বরঃ রক্ষীবিহীন রেল ক্রসিং পার হতে মানুষকে সতর্ক করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ইসরো। এগিয়ে আসা ট্রেন সম্পর্কে রেল ক্রসিং পার হতে যাওয়া মানুষদের হুটারের মাধ্যমে সতর্ক করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি মহাকাশ প্রযুক্তি।

১০ হাজার ট্রেনে ইসরো-র তৈরি চিপ মোতায়েন করতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, ক্রসিংয়ের প্রায় ৫০০ মিটার আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে হুটার বাজিয়ে মানুষদের সতর্ক করা হবে। একইভাবে, সতর্ক হবেন ট্রেনচালকরাও।

ক্রসিং যত এগিয়ে আসবে, ততই বাড়বে হুটারের আওয়াজও। ট্রেন ক্রসিং পার করে গেলেই নিজে থেকেই বন্ধ হয়ে যাবে হুটার। পরীক্ষামূলকভাবে প্রথমে দিল্লি-গুয়াহাটি রাজধানী রুটে সোনেপুর ডিভিসনে দুটি রক্ষীবিহীন রেল ক্রসিংয়ে এই নতুন সিস্টেম ব্যবহার করা হবে।

এই সিস্টেমের মাধ্যমে রিয়েল-টাইমে ট্রেনের অবস্থান সম্পর্কেও তথ্য দেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, দেশে এখনও প্রায় ৭২৫৪টি রক্ষীবিহীন রেল ক্রসিং রয়েছে। ৪০ শতাংশ দুর্ঘটনা রক্ষীবিহীন ক্রসিংয়ে ঘটে থাকে। এই ব্যবস্থায় দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে বলে আশাবাদী সকলেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jl87uc

November 12, 2017 at 10:15PM
12 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top