‘গ্রাম আদালত’ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে লামাকাজী ইউপি’র র্যালী

78555মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: ‘দ্রুত সময়ে, কম খরছে ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে আসেন, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রাম আদালত সম্পর্কে সচেনতা বৃদ্ধির লক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র্যালীটি ইউপি কমপ্লেক্স থেকে শুরু করে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্প মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।
র্যালীতে লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, বিশ্বনাথ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প ব্লাস্টের কো-অডিনেটর গীতা রাণী মোদক, ইউপি মেম্বার হেলাল আহমদ, ফয়ছল আহমদ, কাঞ্চন চক্রবর্তী, চমক আলী, মকসুস আহমদ, নুরুজ্জামান আহমদ, গয়াস উদ্দিন খান, সেবিকা নাথ, ফাতেমা বেগম, কাঞ্চন মালা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জস দেব, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক শংকর পাল, এলাকার মুরব্বী মইজ উদ্দিন, আলমাছ আলী, জলাল আহমদ, সেবুল সরকার, জমির উদ্দিন, আনু মিয়া, আবদুর রহিম, শামছুজ্জামান, লামাকাজী বণিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন, জানে আলম, রাজনীতিবীদ জহির উদ্দিন, আকমল হোসেন, রায়হান আহমদ, মিজান মিয়া, সমরু মিয়া, ইফতেখার হোসেন, আবদুস ছবুর, কামরুল ইসলাম, দিলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, রুবেল আহমদ, শ্রমিক নেতা আবদুস ছত্তার, গিয়াস উদ্দিন, আবদুল জলিল, উপজেলার গ্রাম আদালত সহকারী রঞ্জিত মালাকার, মাজহারুল ইসলাম, আলেয়া বেগম, নূরজাহান বেগম, রাবিনা বেগম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hdn79r

November 08, 2017 at 05:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top