ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ শুরুর প্রাক মুহূর্তে জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চিবোনোর অভিযোগ উঠল বিরাটের বিরুদ্ধে। জন গণ মন শুরু হতেই ক্যামেরা সরাসরি ফোকাস অন টু বিরাট, সেখানেই এক কুচি ছবিতে ধরা পড়েছে বিরাটের চুইংগাম চিবোনোর মুহূর্ত। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খবরের শিরোনামে উঠে আসে এই ঘটনা। জম্মু এবং কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুলের পর এবার চুইংগাম বিতর্কে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ শুরুর প্রাক মুহূর্তে জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চিবোনোর অভিযোগ উঠল বিরাটের বিরুদ্ধে। জন গণ মন শুরু হতেই ক্যামেরা সরাসরি ফোকাস অন টু বিরাট, সেখানেই এক কুচি ছবিতে ধরা পড়েছে বিরাটের চুইংগাম চিবোনোর মুহূর্ত। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খবরের শিরোনামে উঠে আসে এই ঘটনা। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের সময় একই বিতর্কে জড়িয়েছিলেন জম্মু এবং কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুল। যদিও তিনি ক্রিকেটে ফোকাস থাকার কথা বলে গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বছরের শেষের দিকে। এবার অভিযুক্ত স্বয়ং ভারত অধিনায়ক। তবে ভারতীয় বোর্ড, টিম ম্যানেজম্যান্ট কিংবা বিরাট কোহলি, চুইংগাম বিতর্কে মুখে কুলুপ এঁটেছে ন্যাশনাল ক্রিকেট সার্কিড। র আগেও কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট জড়িয়েছিলেন ওয়াকি-টকি বিতর্কে। ক্রিকেটের নিয়ম ভেঙেছেন, এই অভিযোগই উঠেছিল ভারত অধিনায়কের বিরুদ্ধে। তবে আইসিসি সেই বিতর্কে জল ঢেলে জানিয়েছিল, অনুমতি নিয়েই ওয়াকি-টকি ব্যবহার করেছেন বিরাট। দিন কয়েকের মধ্যে বিরাট ফের জড়ালেন চুইংগাম বিতর্ক-এ। যদিও ইডেনে ভারতের জন্য এর থেকেও বিরাট মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে লকমলের আগুন ঝরানো স্পেল (৬-৬-০-৩)। প্রথম দিনের খেলার শেষে বিরাটরা একেবারেই ব্যাকফুটে। লোকেশ রাহুল ০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন। খাতা খুলতে পারেননি বিরাটও।অল্প রানেই ফিরেছেন শিখর ধাওয়ানও। ১৭ রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। ক্রিজে আছেন সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা। এমএ/০১:৩০/১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AT8Ki6
November 18, 2017 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top