কলকাতায় কিডনি পাচারচক্রে ধৃত ৪

কলকাতা, ২৭ নভেম্বরঃ কিডনি পাচারচক্রে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। আনন্দপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আসফাক আহমেদ, তেহেরুন ইসলাম, বৈদ্যনাথ বর্মন ও জ্যোৎস্না বর্মন। গোপনসূত্রে খবর পেয়ে ২৪ নভেম্বর ওই ৪ জনকে আনন্দনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ২৫ নভেম্বর ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ জেরা করে ধৃতদের কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার হেরোইন উদ্ধার করে। জেরা করে জানা যায়, তেহেরুন ইসলাম, বৈদ্যনাথ বর্মন ও জ্যোৎস্না বর্মন একটি বেসরকারি হাসপাতালে কিডনি বিক্রি করতে যাচ্ছিল। কিডনিচক্রের দালাল ছিল আসফাক। এরপর আসফাককে জেরা করে পুলিশ কিডনিচক্রের কথা জানতে পারে। এই চক্রে একটি বেসরকারি হাসপাতালের নামও উঠে এসেছে বলে সূত্রের খবর। এরসঙ্গে আরও বড় চক্র জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই প্রসঙ্গে একটি বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্যদপ্তরে পাঠানো হবে। ধৃত ৪ জনের বিরুদ্ধে হিউম্যান অর্গান অ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী মামলা করেছে পুলিশ। তদন্ত চলছে। পাশাপাশি ওই বেসরকারি হাসপাতালের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2n5DfiQ

November 27, 2017 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top