কেরালা, ০৮ নভেম্বর- লড়াই টি-টোয়েন্টির। অথচ দুই ইনিংস মিলেও কেরালায় হলো না ২০ ওভারের খেলা। মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী লড়াইয়ে বৃষ্টির হস্তক্ষেপে ম্যাচ দাঁড়ালো ৮ ওভারের। যাতে ভারত করে ৫ উইকেটে ৬৭ রান। জবাবে শুরুটা ভালো করেও ৬ উইকেটে ৬১ রান করে নিউজিল্যান্ড। জশপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহালের বোলিং নৈপুণ্যে ৬ রানে জেতে ভারত। ওয়ানডের মতো ২-১ এ টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করলো স্বাগতিকরা। কেরালায় ভারী বৃষ্টি। সন্ধ্যায় যখন খেলা শুরু হওয়ার কথা, তখন থিরুভানানথাপুরামের গ্রিনফিল্ড স্টেডিয়াম কভারে ঢাকা। বৃষ্টি থেমে যাওয়ার পর গ্রাউন্ডসম্যানদের অক্লান্ত পরিশ্রমে সোয়া দুই ঘণ্টা পর মাঠে গড়ালো ম্যাচ। নির্ধারিত হলো প্রতি দল খেলবে ৮ ওভার করে। এত অল্প সময়ে টার্গেট নেওয়াকে সুবিধাজনক মনে করে টস জিতে নির্দ্বিধায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বড় টার্গেট দেওয়ার তাড়া থাকায় চাপে পড়ে ভারত প্রথম থেকে। তৃতীয় ওভারে টানা দুই বলে টিম সাউদি তুলে নেন শিখর ধাওয়ান (৬) ও রোহিত শর্মার (৮) উইকেট। বিরাট কোহলি (১৩) মাত্র ৬ বল খেলে পরের ওভারে ইশ সোধির শিকার। এক ওভার বিরতির পর ভারত হারায় চতুর্থ উইকেট। শ্রেয়াস আয়ারকে (৬) নিজের দ্বিতীয় শিকার বানান সোধি। মনীষ পান্ডে (১৭) শেষ ওভারে আউট হন। হার্দিক পান্ডিয়া ১৪ রানে অপরাজিত ছিলেন। ভারতের রানের লাগাম টেনে ধরতে দুটি করে উইকেট নেন সাউদি ও সোধি। আবারও চমৎকার বোলিংয়ে বুমরাহ ভারতকে জেতালেনলক্ষ্যটা ৬৮ রানের। ৮ ওভারে প্রয়োজনীয় রান রেট ৮.৫। শুরুতে এটা কঠিন মনে না হলেও ভারতীয় বোলারদের রক্ষণাত্মক বোলিং নিউজিল্যান্ডকে লক্ষ্য পূরণ করতে দেয়নি। বিশেষ করে চাহাল ও বুমরাহর বলে ভারত আটকে দেয় সফরকারীদের। এ দুই বোলার চার ওভার করে ১৭ রান দেন, বুমরাহ নেন দুই উইকেট। চাহাল কোনও উইকেট পাননি। বাকি চার ওভারে নিউজিল্যান্ড করে ৪৪ রান, যেটা তাদের জয়ে যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৭ রানে অপরাজিত ছিলেন কলিন ডি গ্রান্ডহোম। বুমরাহ দুটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। সিরিজের সেরাও হয়েছেন ভারতের এই পেসার। সূত্র: বাংলা ট্রিবিউন আর/১২:১৪/০৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zpND9L
November 08, 2017 at 06:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top