নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ ঊর্ধ্বমুখী হতে চলেছে জিডিপি বৃদ্ধির হার। ২০১৭-১৮ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে জিডিপি হার কমে দাঁড়িয়েছিল ৫.৭ শতাংশ। যা তিন বছরে ছিল সর্বনিম্ন। ২০১৬-১৭ অর্থবর্ষে জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৫ শতাংশ। ৫টি কোয়ার্টারের মন্দা কাটিয়ে অবশেষে ২০১৭-১৮ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার জুলাই থেকে সেপ্টেম্বর- কোয়ার্টারে দাঁড়িয়েছে ৬.৩ শতাংশ।
সিএসও এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দ্বিতীয় কোটার্টারে ম্যানুফ্যাকচারিং, বিদ্যুত্, গ্যাস, জল সরবরাহ, বাণিজ্য, হোটেল, পরিবহণ ও যোগাযোগ, সম্প্রচার সংক্রান্ত পরিসেবা- এই ক্ষেত্রগুলিতে অর্থনৈতিক কার্যকলাপ চাঙ্গা হয়েছ। তবে কৃষি, বনজ শিল্প ও ফিশিং সেক্টরে বৃদ্ধি হয়েছে আনুমানিক ১.৭ শতাংশ হারে। জিডিপি বৃদ্ধির হার খানিকটা আশা জাগালেও কৃষি ক্ষেত্রে অগ্রগতির হাল খারাপ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nlEafx
November 30, 2017 at 08:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন